চোখের জল করে ঝলমল আঁখি
দেখে ফেলে কেউ তাই বিব্রত থাকি
বৃথাই চেষ্টা পারিনা রাখতে ধরে
ঝরঝর করে বৃষ্টির মতো ঝরে ।


আমিতো নদীমাতৃক বাংলাদেশে
অশ্রুনদীর ধারা বহে অবশেষে
আমার সুরমা আমার চোখেই থাক
হঠাৎ বন্যা তাইতো সবে অবাক ।


যায় যদি ভেসে দোষ দেই কারে
যতদিন আছে রাখতে হবে ধরে
লক্ষ্য নিয়েই করেছি প্রস্তুতি সারা
প্রকাশ হয়ে গেলো গোপন অশ্রুধারা ।


              সমাপ্ত