শস্য শ্যামল সবুজ বনানীতে
শিয়াল কুকুরের রাজ
একদল খায় করে লুঠপাট
আরেক দল করে সন্ত্রাস ।


সব পশুরা মিলেমিশে আজ
রাজসভায় নিয়েছে শপথ
চুর ডাকাতেরা দল বেঁধেছে
লুঠপাট করে খাওয়ার একই পথ ।


দল বেঁধে আজ শপথ নিয়েছে
খেয়ে ফেলতে চায় কবিতা
কবির আবেগে অগ্নি ঝড়াবে
উড়ে যাবে বেকুবের মাথা ।


সবজান্তারা চিন্তা করে
বাঘ নাই বনে শিয়াল রাজা
সব শয়তানেরা গিয়েছে মিলে
ফাদে পড়বে যখন গাধা ।


উন্নয়নের জোয়ারে ভেসে যাবে
খেয়ে ফেলবে যখন মাটি
সতকার হবেনা দেহখানী
কেউ বলবেনা তোমায় খাটি ।


           সমাপ্ত