রমজান এলো ঘরে ঘরে
ওরে মোমিন মুসলমান
গাওরে আজি গানও সবে
নুর নবীজির গান ।


রহমত আর বরকতেরই
নাজাতেরই মাস
পূণ্য জ্ঞানে ধন্য হবি
থাকবে বার মাস ।


প্রতিবেশী আত্মীয় স্বজন
যতই পাড়া পড়শি
অন্নহীনে অন্ন দিবে
থাকবে মিলেমিশি ।


ক্ষুধার জ্বালা বড় জ্বালা
করতে অনুভব
ধনীর ধনে গরীবের হক
বলছে আমার রব ।


ধনী গরিব মিলেমিশে
হইবেরে সমাজ
একে অন্যের সম্পুরক
বিশ্বে করো রাজ ।


রমজানেরই শিক্ষা নিয়ে
গড়বে সবে জীবন
জীবন-মরন ধন্য হবে
অমর হবে আজীবন ।


        সমাপ্ত