অধর্মের শহরে মোল্লারা মরেছে
ধার্মিকরা হয়েছে শেষ
অধর্মের লাশ দাফন কাফন হবে
এটাই ধার্মিকের দেশ ।


জীবিত মোল্লারা নামেই উল্লাহ
সবাই খোঁজে দোষ
অন্যের দোষ খুঁজে কি লাভবান
তুমি কিহে নির্দোষ ?


মোল্লারা তো আল্লাহর খাস বান্দা
এলার্জি তোদের জানি
দিনের বেলায় শুধুই গাও বদনাম
মরিলেই ধরেও আনি !


মোল্লা মুনসীর মুখোশ পড়িয়া
খেলো হরেক খেলা
ওঁরাওতো মানুষ দোষ খোঁজো
নেইতো তোদের বেলা।


প্রকাশ্যে তোদের যত অপকর্ম
লাজ লজ্জা কি আছে
দোষত্রুটি খোঁজ শুধুই তাহাদের
মূখোশের নিত্য সাজে ।


চেনা জানা লেবাসধারী সাধুরাই
নিত্য নতুন সাজে
সুযোগ পেলেই লেবাস ছেড়েই
অপকর্মের সব কাজে ।


মানুষ আমারা বিশ্বে শ্রেষ্ঠ জাতি
অপরাধী বানালো কে ?
ভদ্র সমাজের অতিভদ্র ছেলেরা
নষ্ট করিলে তাদেরকে ?


উশৃঙ্খল অভাবি সস্তা মানুষ
সবাইকে ডেকে আনি
ফাঁদ পাতিয়া লাগাও কাজে
অপকর্মের যত গ্লানি ।


অপরাধি যখন মরলো অপকর্মে
সাধু সেজে শয়তান
ভদ্রলোক লেবাসধারী সাধু সেজে
গায় তাঁরই গুণগান ।


সময় চলে সময়ের গতিতে
খুজেনা কেউ দোষ
মরা লাশের সৎকার করিতে
মোল্লারা হয় নাখোশ ।


মোল্লা সাহেব নায়েবে রাসুল
জানিয়া মানিয়া কয়
নেতা নেত্রীর জানাজা কবর
মোল্লারে ধরিয়া লয় ।


ক্ষমতার বলে ব্যবহার করে
মোল্লাদের যত দোষ
অপকর্মের তোরা গড ফাদার
তুই বেটা নির্দোষ ?


মোল্লাদের আছে অনুতপ্ত বোধ
নিজেকে ভাবে দোষী
সুদঘোষ খেয়ে মধ্যস্থতায় ভোগী
হচ্ছে খোদার খাসি ।


মোল্লা মুনসি মসজিদ মাদ্রাসায়
যতই করনা কেন দান
সর্বাধিক অপকর্মের নায়ক তুমি
নামেই দেখো মুসলমান ।


ব্যবসা তোদের যত অপকর্মের
ব্যবসায়ী তাঁরাই সৎ
মোল্লাদের ঘাড়ে দাও চাপিয়ে
এটাই সরল পথ !


ক্ষমতার বলে থাকবি কতদিন
যত অপকর্মের দল
আসবেই সততার মশাল নিয়ে
ভাঙ্গতে তোদের কল ।


ইসলামি শাসন আসবে যখন
চিনবে তোদেরে সবে
সর্ব অপকর্মের নায়ক তোরাই
মুখোশ খুলে যাবে ।


এই ভবে আর চলবেনা তোদের
ছল চাতুর্যের খেলা
ইসলামি শাসন, এবার তোদের
শেষ বিদায়ের পালা ।
              ( চলবে)