প্রভাতি রোদের বুকে
শীতের সকালে একা
দাড়িয়ে আলোয় তথা
পাশে নেই নিরবতা ।
হালকা শীতে জড়িয়ে
রেশমি চাদর গাঁয়ে
মুছকি হেসেই ছুঁয়ে
করতে চায় আদর ।


পাছে কেউ দেখে ফেলে
কাছে কেন ডেকে নিলে
ভোরের পাখিরা ডাকে
চুপিচুপি কথা বলে ।
অসংখ্য গাছের পাতা
নিরবে ঝরে পড়ে তথা
কত বর্ণ ধারণ করে
কারো কি মনে পড়ে ।


আসি আসি করে সেও
এখনো আসেনি পাশে
চোখে জল ঘাসের
কুয়াশায় বিছিয়ে চাদর ।
সোনালি রোদের আশায়
প্রভাতের অলসতা
হৃদয় গহীনে কত কথা
শীতের পাঁজরে ব্যথা


        সমাপ্ত