একটু শব্দ হলেই  !
ভাবে-পতনের ডাক আসছে  ?
নৈতিকতা ছেড়ে দিয়ে,পড়েছে মহা বিপদে
পালাবার পথ খোজে,ভয়ে ভয়ে ওরা কারা কাঁপছে ?


চিরচেনা ওদের
আইন না মানার অভ্যাস
অযোগ্য চালক, দুর্ঘটনা তারাই করে
দেখবে কে ? লাইসেন্স বিহীন ওরাও গাড়ি চড়ে ।


বিবেক বর্জিত
আকাশ কুসুম কত অর্জিত
ঠাকুরমার ঝুলি ভরে,আকাশে উড়ে
স্বপ্নজাল বুনে,খুববেশী,ডিজিট্যালের খপ্পরে


যদি মনে কর ?
মরলে শ্রমিক মরবে
রাজ প্রাসাদের চন্দ্রসুখের আসরে
কোথাও যেন আচ না লাগে,পুষ্যদের লেলিয়ে ।


ফসলের মাঠেই
ছড়িয়ে ছিটিয়ে দেবে বীজ
অঙ্কুরিত হলে পরে গজিয়ে উঠবে চারা
দখলে যাবে সব, হয়ে যাবে একেবারে সর্বহারা ।


                    সমাপ্ত