ছিলাম দিঘির শান্ত জল
অশান্ত কে করলো বল  ?
রোদ পরে সেই স্বচ্ছ জলে
প্রতিচ্ছবি উড়ছে ওয়ালে
ঝিলমিল তার ঝলমলে ।


ঢিল ছুড়ে সেই স্বচ্ছ জলে
ঢেউ খেলে এসে ঐ দেয়ালে
ভাবছে কবি হইলোটা কি
জলের মাঝে দিয়েই উঁকি
দেখছে কবি নিজের ছবি ।


নিজকে খোঁজে পায়না কবি
কখন যেন উঠবে রবি
ছন্দ তালের শেষ পরশে
ঝলমলে সেই আলো খেলা
শেষ হবে যে বিকেল বেলা ।


           সমাপ্ত