সময় নিয়ে হয়রে কথা
মনের কিন্তু দারুণ ব্যথা
আয়রে বন্ধু ফিরে এবার
যা আছে সব-সব নিয়ে যা ।


শুধুই দেবে সঙ্গ আমায়
যা চাইবে মূল্য তাহার
একাই হলে হয়না ভালো
মন আমার হয়রে কালো ।


বলবো কথা কারবা সনে
সঙ্গী সাথীর নেই তুলনা
প্রেম দেবো যে আয়রে কাছে
হাট-বাজারে সবই বেঁচে ।


হইলে টাকা সবই মিলে
সময় মিলে কেমন করে
বন্ধু আমায় দাও সময়
চাইনা কিছু ভবের ঘরে ।


প্রিয়ার চোখে জল ঝরে যে
চায়না কিছু সময় দিলে
আমায় বলে যাসনে ভুলে
হৃদয় জুড়ে রাখনা মোরে ।


সময় দিয়ে ডাকলে তারে
আল্লাহ বলে আমায় পাবে
নইলে তোর বিপদ হবে
সময় মূল্য কি দিয়ে দেবে ।


          সমাপ্ত