প্রকাশ করনা কখনো হয়ে আছো বড়
বড়দের আনুগত্য আগে তুমি কর
মানির সম্মান ছোটরা করে যাও প্রচার
আদর সোহাগ পাবে নিশ্চিত সবার ।


জীবনে সহযোগিতা চাও যদি সবে
বড়দের কাছাকাছি সবসময় রবে
লাঞ্ছিত বঞ্চিত হবেনা কখনো ভবে
প্রয়োজনে ছোট ভাব দেখাতেই হবে ।


কাজ যাঁর কাছে ,সে মহারাজ হয়ে আছে
উপস্থাপিত কর, নিজকে ছোট তার কাছে
দরকার যাঁর কাছে সেই তো হয় সরকার
অবহেলা করনা মেনে নিতে নির্দেশ তার ।


ধর্মের বাহিরে কখনো নির্দেশ যদি আসে
মুসলিম আমি বলে দাও একটু হেসে
কাজ ও কর্মে প্রমাণ কর সাচ্চা মুসলমান
সব কিছুর পূর্বেই ঠিক রেখে দিও ঈমান ।
                      সমাপ্ত