না রে না !
কিছুঁই আমার মনে পড়ে না !
ভুলতে পারি নারে আমি
ভুলতে পারিনা ।


মন যদি মোর থাকতো ঘরে
দেখতো সে যে হৃদয় খোলে
আপন পর সবে মিলে
খোঁজে নিতো না ?
খোঁজ কি নিতো না ?


চোখ খোলে সবই দেখি
চোখে চোখে ধরে রাখি
নিকট কিংবা দুরে থাকি
তবুও তোমায় ভুলতে পারিনা
ভুলতে পারিনা ।


একেক করে সবই খোলে
চোখের জলে ভেসে উঠে
এইতো সেদিন তুমিই ছিলে
হৃদয় জুড়ে কতই আপনা
কতই আপনা ।


মন যদি মোর থাকতো কাছে
দেখতো কত আপন জনে
একা কি আর ভুলে যাবেনা
দুরে গিয়ে ভুলে রবেনা
আমায় ভুলে রবেনা ।


            সমাপ্ত