জন্মভূমি জন্মভূমি তুমি আমার মা
তোমার তরে ভুল করিলে করে দিও ক্ষমা।।


তোমার বুকে জন্ম আমার, কুলে বসবাস
তোমার কারণে স্বস্তিতে মা নিতেছি নিঃশ্বাস।।


তুমি আছো বলে মাগো আমি বেঁচে আছি
সারা জীবন থাকবো আমি তোমার কাছাকাছি।।


তোমায় যদি মা কোনোদিন যাই আমি ভুলে
আদর ভাল বাসা দিয়ে কুলে নিয় তুলে।।


তোমার কুলে উঠে যখন শান্তির নিদ্রা দিবো
এই দেশেতে জন্মিয়াছি মা,সেটাই আমি কবো।।


সেই দেশটাকে সোনার দেশ সব জাতিরাই বলে
সেই দেশেরই মুক্ত মাঠে সোনার ফসল ফলে।।


সেই দেশটি হল আমার প্রিয় বাংলাদেশ
ছয় ঋতুতে তাহার কোনো রুপের নাইরে শেষ।।