অনেক কিছু করার কথা ছিল আমাদের।
অনেকটা পথ খালি পায়ে হাটার কথা ছিল দুজনের।
সময়টা হবে বর্ষাকালের সকাল,
আমার হাতে থাকবে দুটো কদম ফুল।
একটি কদম গুজে দেওয়ার কথা থাকবে
তোমার নরম খোপার বাঁধনে,
আরেকটি তোমার হাতে।


একসাথে কবিতার বই পড়ার কথার ছিল আমাদের।
নাটকের সংলাপের মতো আবৃত্তি করার কথা ছিল দুজনের।
সময়টা হতো রৌদ্রময় শীতের সকাল বেলা,
দুজনের হাতে দুকাপ ধোঁয়া ওঠা লাল চা।
আমি পড়তাম রবীন্দ্রনাথের সব কবিতা,
তুমি খুলতে জসীম উদদীনের নকশি কাঁথা,
আমাদের প্রেম হতো কবিদের ছন্দে গাঁথা।


একসাথে অনেকদিন বাঁচার কথা ছিল আমাদের।
সময় ফুরিয়ে যায়; এখনো কিছুই করা হয়নি দুজনের।
তুমি চলে গেলে দূরে, অন্ধকারে, ডালিম গাছের তলে।
চারিদিকে শূন্য করে নিদারুণ পৃথিবীতে আমায় ফেলে।
এই পৃথিবীতে তুমি আবার জন্ম নিয়ো,
আমি তোমায় আবার ভালোবাসব।
এসো কিন্তু! আমারা দুজন মিলে আবার স্বপ্ন দেখব।