বাগানে নয়নতারা ছুটছে বাতাস,
একা বসে নিরুপায়, উপরে আকাশ।
দূরে যেন ফুটে আছে সুবাসিত বেলি,
আবছায়া অন্ধকারে শুনি কাকলি।
দূরে কেহ গান গায় ক্ষীণ সুর তুলে,
যেন কেহ তার তালে নাচে হেলে দুলে।
ঝমঝম বাজে ধ্বনি খানিক বাদে,
নূপুরের তাল উঠে; বসে আছি ছাদে।


আবছায়া লাল আলো জ্বলছে ঘরে,
দেখা যায় জানালায় পর্দাটা নড়ে,
পর্দার আড়ালে হলে হোক ঢং,
লাল-নীল হলে হোক জীবনের রং।
শহরের সব আলো জ্বলে গেলে তবে,
আঁধারের সব সুখ দূরে ছিটে যাবে।
শহরের লাল-নীল রংবাহারে,
সুখ পেতে আমি তাই থাকি আঁধারে।