আমাদের আধুনিক প্রেমের একটা সুবিধা আছে,
আমরা ব্রেকআপের পরেও একে অপরের সাথে
খুনসুটির কথা বলতে পারি।
কীভাবে? ঐ যে, ফেসবুকে পোস্ট করে করে।
অথবা আমরা চাইলে ভালোবাসার মানুষের আড়ালে
তার প্রোফাইল ঘুরে স্মৃতি ধরে বাঁচতে পারি।
অথবা পুরাতন মেসেজগুলো ঘেটে ঘেটে
তার অজান্তে দেখে নিতে পারি।


আধুনিক প্রেমিক প্রেমিকারাও বড্ড চালাক বটে,
যাই কিছু হোক, তাদের স্মৃতি গুলো রেখে দেয়
প্রয়োজনে আবার দেখবে বলে।
তেমনই একজন প্রেমিকের জবানি—
আজ তোমাকে দেখার বড্ড সাধ হয়েছিল মনে।
কিন্তু কী করি! তোমার চ্যাট যে ডিলিট করেছি।
আমার একশ একটি আইডি ঘুরে ঘুরে
একটা আইডিতে তোমার চ্যাট খুঁজে পেয়েছি।


সেখানে তোমার কখানা ছবিও ছিল।
সেগুলোই দেখলাম প্রাণ ভরে।
আহা! কী ছিলে তুমি! কী ছিলাম আমি!
তারপর তোমার প্রোফাইল ঘুরে ঘুরে,
স্মৃতির ডায়ারি দেখে আপ্লুত হয়েছি।
তোমার পুরো প্রফাইল জুড়ে,
কেবল আমার প্রেম আর আমি।
হঠাৎ একটি লেখায় চোখ আটকে গেল,
কবছর আগে লিখেছিলে, কিন্তু;
কিন্তু মনে হলো মাত্র কদিন আগের।
লিখেছিলে—
❝যদি কিছু ভালোবাসা আবশিষ্ট থেকে থাকে,        
তবে আবার দেখা হবে কোন এক স্টেশন এর বেঞ্চে।❞