মুখটা আমার আছে যেমন দেহের তরে খাদ্য গ্রহণ করতে,
তেমন করে আছে আবার মনের তরে মনের কথা বলতে।
তোমরা কেন রাখছ বেধে মুখটা আমার শাসনের জাঁতাকলে?
ঐ দেখো না আপন ভাষায় বুলবুলিটাও মনের কথা বলে।


হাজার হাজার দিবস গেছে, পেরিয়ে গেছে হাজার রাত।
বাংলা ভাষায় বলছি কথা, ধনী-গরিব মিলে সকল জাত।
বাংলা ভাষায় গাইছি গান, পড়ছি ছড়া, লিখছি কবিতা।
আবার কেউ আসলে পিছে, সকল জাতে গড়ব একতা।


সালাম , রফিক, শফিক ছিল, ছিল বরকত, জব্বার একসাথে,
ভাষার তরে বায়ান্ন'য়ের আন্দলোনে, রক্তে রাঙা রাজপথে।
আমরা আবার রফিক হবো, শফিক হবো, কেমন হবে তবে?
আবার কেউ মায়ের ভাষা রুখতে এলে, শহিদ হব ভবে।


চাচ্ছ না-কি লড়াই করি, সংগ্রাম করি, ভাষা শহিদদের মতো?
ভাষার জন্য আবার মোরা মরতে পারি, মারতে পারি শত।
আমায় তবে মনের কথা বলতে দাও, সত্য যদি হয়।
বুলবুলিটা যেমন করে সাহস নিয়ে, মনের কথা কয়।