আমার বান্ধবী ললিতা, প্রেমের জন্য শত আকুলতা।
আমাকে নাকি ভালোবাসে সে, জানান দেয় মুচকি হেসে হেসে।
বান্ধবী তার বলে আমায় একদিন, প্রেম বিহনে কান্দে নিশিদিন।
একটু যেন গলে আমার মন, পিছন পিছন ঘুরে সারাক্ষণ।
দিলাম বলে— আমায় রেখে তুমি, পড়াশোনায় মন দাও এক্ষুনি।
আর এসো না আমার পিছু পিছু, বড়ো হবার বাকি আছে মোর কিছু।


আমার সাথে হয় না কথা আর, দুঃখে নাকি হৃদয় কান্দে তার।
ছমাস বাদে হলো যখন দেখা, বদন জুড়ে ভাসছে মলিন রেখা।
শুধাই তাকে— কাটছে কেমন দিন? ❝প্রেম বিহনে কান্দি নিশিদিন।❞
তিক্ত মুখে জবাব দিল যখন, তখন তিক্ত বদন তিক্ত দুই নয়ন।
জাগছে হাসি জবাব শুনার পরে, এমন পাগল আছে কি সংসারে?
বলি তারে— ঘুরো না মোর পিছু, বড়ো হবার বাকি আছে মোর কিছু।


আমার 'না'-য়ে জিদ জেগেছে মনে, প্রেম করবে অন্য কারো সনে।
খবর দিল বান্ধবী এক তার, প্রেম দিয়েছে মন্টু পাশের বাসার।
কদিন বাদে সম্ভ্রমে টানাটানি, পাড়ায় পাড়ায় কলঙ্কের কানাকানি।
মন্টুর সাথে মিলছে না আর শেষে, ব্যস্ত ললি ভদ্র ছেলের খোঁজে।
জিদ জেগেছে করতেই হবে প্রেম, তাতে জাত চলে যাক, বাড়বে নাকি ফেম।
আহা! আমার বান্ধবী ললিতা। একটুখানি প্রেমের জন্য কত আকুলতা!