জি এফ


আমার একটা জি এফ আছে,
ফুল হাতা জামা গায়ে।
পড়নে তার লাল শাড়ি,
হাইহিল জুতা পায়ে।


আমার একটা জি এফ আছে,
মিষ্টি কথা মুখে কয়।
গায়ের বরন শ্যামলা রঙের,
কাছে ডাকলে দূরে রয়।


আমার একটা জি এফ আছে,
ফেবু আইডি ব্যস্ত তাহার।
শ্যামা রঙের মুখের উপর,
মেকাপ করা রূপের বাহার।


আমার একটা জি এফ আছে,
কালচে ঠোঁটে লাল মাখা।
কালো চোঁখের পাতার উপর,
রেশমি কালার রঙ রাখা।


আমার একটা জি এফ আছে,
মাথার চুলে খুশকি ঠাসা।
এলো চুলের ফাক ফোকরে,
উকুন গিয়ে করছে বাসা।


আমার একটা জি এফ আছে,
দেখতে সে তো মন্দ নয়।
হাঁটতে গেলে গড়িয়ে পড়ে,
মনের মাঝে বিয়ের ভয়।


সেই জি এফ এর বিয়ে হলো,
বড় ধুম ধাম করে।
তাহার ছেলে হাঁটা শিখে,
আমার ঘাড়ে চড়ে।


বিয়ের কথা উঠলে আমার,
বাবা বললেন কতো,
আমার নাকি হয়নি বয়েস,
বিয়ে করার মতো।