এ প্রভাত আদিমতর সূর্য নিয়ে আবার হয়েছে হাজির;
ভোরে গাছের শাখে শাখে কুহুতান শোনা যায় পাখির।
শাখে শাখে কুঁড়িতে কুঁড়িতে শিশিরের ফোঁটা টলমলে;
কেবল মানুষগুলো রুগ্ন এখন, প্রভাত ঠিকই ঝলমলে।
এ শীত ঝরায় ঠিকই গাছের পাতা, ফোটায় ঠিকই গোলাপ;
গাদা ফুলে গন্ধ এসে নাকের কাছে করে প্রেমের আলাপ।
ডালিয়া, ডায়ান্থাস আর ডেইজি ফুলে, ভরছে শখের উদ্যান;
কেবল মানুষগুলোই ঝিমিয়ে গেছে, প্রকৃতি ঠিকই অম্লান।
চাঁপার গায়ের সুবাস ঝরবে, শিমুল রবে ঠিকই ফুটন্ত;
লাল রঙের, বাসন্তি রঙের পলাশ আবার আনবে বসন্ত।
ফেব্রুয়ারি আসবে আবার রক্তমাখা কৃষ্ণচূড়ার ডালে;
মানুষগুলো ঘুমিয়েই রবে, জাগবে না কেউ একতালে।