হাজার বছরের পুরোনো শহরে সকল মৃতদের ভীড় এড়িয়ে,
কেবল কবিতাই মাথা উঁচু করে প্রাণবন্ত হয়ে আছে দাঁড়িয়ে।
সাহিত্যের ভুবন সজ্জিত এখন, রাশি রাশি নানা ছন্দে।
আদিকাল হতে সেথা কবিতার বসবাস, পরম আনন্দে।


দেখে যাও কবি, তোমাদের জীবন জীবিত তেমন,
যেমন তোমাদের কবিতাগুলোর রয়েছে জীবন।
সাহিত্যের ভুবনে, সকল স্থানে গড়েছো তোমরা কবিতার শহর,
স্থলে গড়েছো কবিতার অট্টালিকা, জলে ছেড়েছো নৌবহর।


চতুরংশে কেবল কবিতার ঘ্রাণ, কবিতার আধিপত্য,
হাজারো নামে হাজারো কবিতা, আদিকাল হতে নিত্য।
কেবল কবিতার প্রেমে ফিরে আসা তোমাদের ধামে,
তোমাদের শহরে যেন কিছু কবিতা থাকে আমারও নামে।