মনে করো তুমি আঘাত দিয়েছ আমারে,
আমার শান্ত কলিজার সুশীতল গহ্বরে;
আমার মস্তিষ্কের নিউরনে নিউরনে যদি,
তুমি উঠাও মহাপ্রলয়ের দমকা নিরবধি;
তবে কি তোমার বিশাল হৃদয়ের ক্ষুদ্র কোনো এক কোণা,
মহাবিশ্বের সাথে তাল মিলিয়ে একটু হলেও কাঁদবে না?


মনে করো তুমি আমার হৃদয়ের নরম কোণে,
আমার ফুসফুসের নরম লালচে উঠনে,
বিষাক্ত বাণ ছুড়েছ এফোঁড়-ওফোঁড় করি;
আমার শিরায় শিরায় উপশিরায় রক্তের ছুটাছুটি;
মহাসমুদ্রের সকল কল্লোলের সাথে তোমার হৃদয়ের ধ্বনি,
আমার দুঃখে দুঃখ পেয়ে থামবে না কি তবে একটুখানি?


মনে করো আমি তোমায় রেখে এপার,
একা একা পাড়ি দিলাম আকাশের ওপার।
মনের ব্যথার কথা আর কোনোদিন জানল না কেহ,
সকলের ভিড়ে মাটির নিচে দাফন হলো আমার দেহ।
মহাকাশের উজ্জ্বল তাঁরারা আমায় নিল সাথে,
তারপর তুমি কাঁদলে; আমার লাভ কী তাতে?