বিষাদের স্বাদে ভরা সর্বহারা,
হঠাৎ কোনো ঝড়ে ঝরে পড়া পাতার মতো এ জীবন।
অথচ আমার জীবন কেটেছে আনন্দে-আহলাদে,
গোলাপের পাপড়ির উপর শিশির করে যেমন টলমল।
আমি তো ছিলাম মায়ের কোলের দুগ্ধ শিশুটির ন্যায় কোমল।


সেই আমি সহস্র পথ পাড়ি দিয়ে
সহস্র সহস্র কাঁটা পায়ে মাড়িয়ে এসেছি,
যেন সামান্য ঠাই আমি পাই তোমার বক্ষমাঝে।
ইশারায় মোরে ডেকেছ কাছে,
শোকের সন্ধ্যা ঘনিয়ে এলে ইশারায় দূরে সরালে পাছে।


কেবল তোমার হৃদয় হতে নয়,
পৃথিবী হতেও একদিন টুপ করে যাব ঝরে।
সেইদিন তোমার মন যদি একটুও কেঁপে ওঠে
তবে এইটুকু রেখো মনে বিশ্বাস
❝ভালোবাসি ভালোবাসি❞ বলে গেছে মোর অন্তিম নিশ্বাস।