বেবাক ভুলেছি
         ~ আবদুল হাই রাহাত
বেবাক ভুলেছি ,ভুলেছি মাধবী বিলাসীতা
ভুলেছি প্রেম নামক প্রাচীন প্যাচাল
বুকে পাথর কষ্টের গায়ে দিয়েছি নীল জামা
চোখে ঠুলিও পড়িয়েছি আজ কাল ।
প্রশ্ন করতে পারো কেন এভাবে ভুলে যাওয়া
জবাব এর তুমি শুধুই  তুমি
একটানা কতটা বছর অতীত হল অথচ
তোমার নদীতে কোনও জোয়ারই আসছেনা
নীরব দৃষ্টিতে দেখছি তা আমি ।
শুধুশুধু ভাঙ্গন আর ভাটাই লেগে যাচ্ছে
জীবন আলোতে পুরুস্কয়ার কেবল অমাবস্যা দিচ্ছে ।
হাহাকার করছে রিক্ত এ বুক
অভিসারী আয়োজন আসলে মিথ্যা উৎসুক ।