আব্দুল  হান্নান    



আনন্দ উচ্ছাস আর কোমলমতি হেলাদুলায় স্বাধীন সর্বা


বর্গীর মনো আনন্দ চাওয়া পাওয়ার আকাংখার অনুভব বোঝা মানবীর অভাব না থাকলেও মানবের অনেক অভাব।


মানবীরাতো শিকলী, তাদের দৌড়ঝাপ উঠুন আর পাশ বাড়ী পর্যন্ত।


তার আশা আকাংখাও ঐ রকম ছিল,নিয়তির দীর্ঘশ্বাস আজ তাঁকে শিকলী করেছ।


নুতন সর্বা বর্গীর আকাংখাও কি তবে এ রকম বিলীন হয়ে যাবে?


সে কি অনুভব করে যে তাঁকেও একদিন আকাশের দিকে তাঁকিয়ে শুধু দীর্ঘ শ্বাস নিতে হবে?


হ্যাঁ শতকোটি বর্গীর জীবনেতো এটাই বাস্তবতা।


কত আসা কত স্বপ্ন কত আকাংখা সব শেষ হয়ে গেছে।


সর্বশেষে নিয়তি নামের বাক্যের আর খোদার শুকরিয়া দিয়ে জীবন নামের ঝর্নাধারা প্রবাহমান।


না বর্গীরা কেন তাদের লক্ষ্যভেদে পৌছাতে পারবেনা?


তাদের অন্তরায় কোথায়? কোন সে দুশমন তাদের পথ রুদ্ধ করে দাঁড়িয়ে সব আশা আকাংখা ম্লান করে দিচ্ছে?


হ্যাঁ আশা আকাংখা নিয়ে পথচলা নিরাপদ কিন্ত মুক্তমনা শয়তানী কখনো নিরাপদ না।


আমি বর্গীদের আকাংখা নিয়ে লক্ষ্যে  পৌছানোর উপদেশ দিবো কিন্ত মুক্তমনার নামে নোংড়ামীর প্রতি বিধাতার অভিসম্পাত।