বারবার মানুষ হতে চেয়েছি আমি, সম্পূর্ণ-মানব!
প্রভু বারংবার বদলে দিয়েছেন আমার খোলস;
কখনো অলক্ষ্যে আত্মার দখল নিয়েছে অদৃশ্য দানব -
কখনো ডোরাকাটা বাঘ আবার কখনো হরিণ -
কখনো শিকারী হয়ে নিজেও হয়েছি শিকার -
বার বার!
নিরন্তর এই নির্মম খেলা, কেন যে তুমি রেখেছ সচল -
তুমি জানো প্রভু, তোমার শক্তিবিনা আমি যে অচল...
আমায় মানুষ কর প্রভু দয়াময়,
রোধ কর প্রভু প্রাত্যহিক মনুষ্যত্বের ক্ষয় -
আমাকে স্বনির্ভর কর - কর নির্ভয়;
আমায় মানুষ কর, দাও মানুষের জয়!