নেই! গন্ধ সবুজের ...
প্রাণের অরণ্য ভোগবাদের দাবানলে ছারখার,
সবুজের প্রাণদ সুবাস ছাপিয়ে
প্রতিবেশে শুধু কলহের কালো ধোঁয়া ভাসে
হারামের নিষিদ্ধ আরামে
শরীরে জমেছে মেদ
স্বস্তি নেই, দিনে দিনে বাড়ে শুধু সুদের আকার
ভালোবাসার বাগানগুলো
হয়ে যায় ময়লার ভাগাড়!