ভালোবাসার খরায় ফেটে চৌচির উর্বর হৃদয়...
ফসলের বীজগুলো একে একে মরে যায় মনের যমীনে।
কর্ষক লাঙল চিরে যায় শক্ত সে পোড়া মাটি; চাষীর মন নেই -
পাথুরে অন্তর।
পদতলে পিষে যায় কতশত ঘাসফুল, তুলতুলে গুল্মলতা -
প্রেম-বারীর তৃষ্ণায় নির্জীব, ওরাইতো ভালোবাসার কথকতা!
দুফোটা প্রেম-বারী সিঞ্চিত হোক মনের যমীন -
বিরল ভালোবাসার বীজ অঙ্কুরিত হবে, ফুটবে ফুল প্রেম-রঙিন।
তবু, শক্ত হাতে লাঙলের হাতল ধরে চলে চাষী -
কাংখায় শুধুই ফসলের উৎপাদন,
ফুলের সৌন্দর্য-সুবাস যেন এক অনাহুত ভাবনা-বিলাস -
কহর-পরা মন,
বোঝেনা বর্ষা, দেখেনা ফাগুন!