|| নমিনেশন তাজ ||
বাক্স নাকি খোলা হবে আজ;
যাদুর বাক্স, যদি'র বাক্স -
ভরা আছে মনোনয়ন-তাজ।
খোলার পরে দেখবে সবাই বেরিয়ে আসে কী,
দিয়েছি তেল, সেরে সেরে খাঁটি গাওয়া ঘি...
চাঁদ-কপালের পড়বে মাথায় তাজ -
বাদ-কপালের মাথায় পড়বে বাজ -
কর্মীরা সব ভিড় জমাবে নেই কোনও আর কাজ।
তাজের তেজে ন্যাতা তখন বলবে যখন আজ -
ভোটের জন্য লইবি তোরা যুদ্ধ যুদ্ধ সাজ;
তেল পাবো আর ঘিও পাবো, এইতো মোদের কাজ...
কার শিরে যে তাজ পড়াবে, কে যে হবে রাজা,
মেলার শেষে মিলবে কি হায় অশ্বডিম্ব ভাজা?
জনতার জয় হবে, নাকি হবে তাঁদের ক্ষয় -
এই ভাবনা করে ভীরু, এইতো মনে ভয়! 📌