আদপে...
আদৌ কেউ আছে কি কোথাও...
তোমার বিষণ্ণতার গুরুভার বইবার?
আছে কি কোমলতা কারো দেহমনে
তোমার যাতনা সইবার?
প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে কাটে নির্ঘুম রাত!


বিবস দেহ দেখেনা প্রভাত!
দিনের আলোয় মোমবাতি জ্বলে -
নির্জীব দেহ সরীসৃপের মতো চলে;
সুখের পায়রাগুলো ভীড় করে, সোনাদানা খোঁঁজে!


শস্যদানা খেয়ে যায় পোকা-
আবেগের মখমল-বিছানায় শুয়ে সোহাগী স্বপ্ন দেখ;
কামকাতুরে ভবঘুরে...
তুমি, নেহায়েত বোকা!