জানি,
সাধ পুরনের সাধ্যি সবার থাকেনা,
তুমিও জানো।
তবে,
তোমার এই কাংখার ফানুসটা
বুঝিবা বৈশাখী পূর্ণীমার চাঁদের মতো -
তোমার মহাঋষি মন কিম্বা আত্মার বাহন!
অতএব,
এই সাধ মিটিয়েই মহালোকে পাড়ি দেবে তুমি, বায়না ধরে থাকো, সাধ্যি পুরন কিম্বা সিদ্ধিলাভ -সবি তার কৃপা;
জেনো,
একদিন দয়াময় পাঠাবেন সুবাতাস,
আলতো করে উড়িয়ে নেবেন তোমার ফানুস - মায়ায় বাঁধা সূত্র ছিঁড়ে ভুতলে র'য়ে যাবে সব স্বজন-মানুষ।
তবে তা-ই হোক -
উড়ুক ফানুস।
প্রভু,
শতবর্ষ আয়ুষ্কালের পরে -
দাও অন্তরে ইলহামে এই আশ্বাস,
গ্রহণ করেছ তারে অপার কৃপায়;
করেছ একান্ত দাস!