পূরবী,দ্যাখো—
কীভাবে কেটে যাচ্ছে দিনের পর দিন
কীভাবে আমি এক‌ই বৃত্তের পরিধিতে ঘুরতে থাকি প্রতিনিয়ত
কীভাবে বেড়ে যাচ্ছে বুকের করোনারি ডিজিস
শীতের রাতে কীভাবে ঝড়ে পড়ে শিশির কণা
কিংবা—কীভাবে ধসে যায় প্রবাল দ্বীপের তীর


পূরবী—
আমি এখন বলতে পারি
কীভাবে কেটে যায় দিনের পর দিন
না খেয়ে—না ঘুমিয়ে
পূরবী—
আমার সমস্ত দিন কীভাবে কেটে যায়
তার সাক্ষী হয়ে আছে একটি আধ্–খাওয়া সিগারেট
সাক্ষী হয়ে আছে চোখের নিচে জমে থাকা গাঢ় নীল অন্ধকার


পূরবী—তুমি দেখে নিতে পারো সবকিছু
বৃত্তের কেন্দ্র–শিশির কণা–করোনারি ডিজিস–প্রবাল দ্বীপ
আধ্ খাওয়া সিগারেট কিংবা ঘন হয়ে আসা চোখের নীল অন্ধকার