নো মোর ডিপ্রেশন
কাছে আস—পাশাপাশি রৌদে দাঁড়ায়ে
ফটোসিন্থেসিসের মাধ্যমে পুড়িয়ে ফেলি ঋদয়
নো মোর ডিপ্রেশন
কাছে আস—সমুদ্র তীরে দাঁড়ায়ে
ফোঁটা ফোঁটা চোখের অশ্রু সব ঢেলে দিই
ডার্কনেস—নিউ জার্নি?
তাও নয়!
আলো চাই—আলো
মাথার নিউরন জ্বলে যাচ্ছে—টাইফুন বেগে
বিউটি পার্লার চল—ওখানেই যাব
নো মোর ডিপ্রেশন
সার্কাস হোক আজ!
হাতে হাতে ভাগাভাগি করে নিই
"দ্যা অ্যাক্টিং অফ হ্যাপিনেস"
নো মোর ডিপ্রেশন
ছিটেফোঁটা অঙ্কে খসে খসে পড়ছে আকাশ
মেঘেদের পঙক্তিমালা কার ভাল্লাগে…বল?
ডিপ্রেশন!তোমাকে জানাই—
বাম হাতের মধ্যাঙ্গুলির লাল সেলাম
সার্কাস হোক আজ!
চল টেবিলে বসি—
শ্যাম্পেইন,বেনসন ভাগাভাগি করি
তাসের ঘর কিম্বা সাইকো টেবিল
সার্কাস হোক আজ!
হাতে হাতে ভাগাভাগি করে নিই
"দ্যা অ্যাক্টিং অফ হ্যাপিনেস"