সাহিত্য কর্মের মন্তব্য বা সমালোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু পরিতাপের বিষয় যে, অনেকেই এমন মন্তব্য করেন- মনে হয় যেন তারা বড়ই দায়ে পড়ে মন্তব্য করছেন। কোন কোন মন্তব্য একেবারেই হাস্যকর। আবার কোন মন্তব্য যে কোন সাহিত্যের ক্ষেত্রেই ব্যবহারের যোগ্য- যেন একেবারে গোল আলুর মত! এটা দিয়ে ভাজি চলে, ঝোলও রান্না করা যায়, আবার মাছ-মাংসসহ যে কোন তরকারির ক্ষেত্রেই ব্যবহার যোগ্য!


অবশ্য কোন কোন সাহিত্যিক কিছুটা অসহিষ্ণুতার পরিচয় দেন। তারা সাধারণত অন্যের নেতিবাচক মন্তব্য পছন্দ করেন না। এতে নিজের সাহিত্য সাধনারই শুধু ক্ষতি হয় না, সম্পূর্ণ সাহিত্য জগতেরই ক্ষতি হয় ।


সাহিত্য-কর্মের সমালোচনা মানে সাহিত্যিকের সমালোচনা নয়। তাই এর সমালোচনা করুন প্রাণ খুলে । সমালোচনাও হতে পারে সাহিত্যে উৎকর্ষ সাধনের অন্যতম হাতিয়ার।