অহম বোধে সাগর কভু
নেয় না নদীর স্মরণ,
মহাসাগর হয়েও করলে
ক্ষুদ্র ডোবা বরণ!
রবি করে আপন আলোয়
গভীর আঁধার দূর,
তোমার প্রভায় কেটে গেল
সব জড়তা মোর।
ধন্য ধন্য ধন্য আমি
তোমার পরশ পেয়ে,
জানি না তো কোন সে ভাষায়
যাব স্তুতি গেয়ে!