কোন মুখে আজ কইব কথা দীর্ঘ শ্বাসের ফাঁকে
     কথায় তোমার একি সুরের রেশ,
আমার দেখি জীবন তরে একটি মাত্র বাঁকে;
     খেই হারিয়ে বসে ছিলে বেশ!
              আমার পথে কাঁটা থাকার কালে
              হেঁটে ছিলে নিজের খুশি তালে।
মন থেকে সব ঝেরে ফেলে সুখ খুঁজিয়া শেষে
     খেয়ালের বশে ফেললে আস্তাবলে,
হতাশ হয়ে ফিরছিলাম হায় শুধুই পাগল বেশে
    চোখ বুঁজিয়া গেলে তবু দলে!



আজকে আমি সর্বহারা আশার আলো নেভা
     অন্ধকারে দ্বন্দ্ব সকল লয়ে,
যখন ভাবলাম আমার পাশে আসবে গো আর কে বা
     সবি বুঝি গেল হায়রে ক্ষয়ে।
              নক্ষত্রটা খসলে কি আর ফিরে
              আমি নিভে যাচ্ছি ধীরে ধীরে।
হয়ত আমি ধুলার সম ভেবে তুমি শেষে
     হিসাব কষে বাড়ালে দু’টি হাত;
আমার লক্ষ্য আজকে শুধু অজানা এক দেশে
     তাই তো হবে, আমার যাহা বরাত।


                                                                 (ছন্দ- স্বরবৃত্ত)