ছায়ারে ধরিতে গেলে ক্রমে যায় দূরে
আক্ষেপে সময় যায়, সকলি বিফল,
আলো পেয়ে অহংকারে করে যায় ছল,
ফিরে এলে পুনপুন পিছে পিছে ঘুরে।
চেয়েছিনু সুখ, নাহি ধরা দেয় মোরে
খুঁজে ফিরে বুঝে গেছি বড় সে অতল
পাশ কেটে যায় মোরে করে তো কৌশল
পিছু খানি ছেড়ে এলে ডাকে মিঠে সুরে।


“সুখ কারে কয়, আজো চিনেছি কি তাহা?”
আপন মনেরে যবে প্রশ্ন করে যাই;
চমকিত মন বলে, “প্রশ্ন কি গো আহা!
উত্তরটা আজো কেন খুঁজে দেখি নাই?”
সুখ থাকে মনোমাঝে, খুঁজ কোথা গিয়ে?
তুষ্ট হলে যাহা আছে, সুখ তারে নিয়ে!


(ব্যক্তিগত ভাবে সনেট নিয়ে যে কোন মতামত জানাতে আমাকে ইমেইল করতে পারেন এই ঠিকানায়- abdullahalmuntazir@gmail.com)