কত চেনা মুখ, মমতা মাখা সুখ,
কত স্মৃতি আর কত প্রীতি মুখ,
কাজের ফাকে, কত ছবি আঁকে,
প্রবাস জীবনের প্রতি বাঁকে বাঁকে,
কাকে ছেড়ে হেথা কে দেখে কাকে।


ব্যস্ততা আর অসুস্থ্যতায়,
শরীর যখন খুবই অসহায়,
খুজে ফেরে হাত অবচেতনায়,
কোমল পরশের সে হাত না পাই।


সে দু’টি হাত, গালে তোলা ভাত,
আপন কারো, খুবই সহজাত,
স্নেহের পরশে মৃদু সে আঘাত,
ভালোবাসার কত, ঘাত-প্রতিধাত।


আপনার সব আপন ছাড়ি,
দূর প্রবাসে দিয়েছি পাড়ি,
শক্ত দুহাতে ধীরে ধীরে গড়ি,
আপন জনের সপ্নসিড়ি।


ছোট অভিমানে, বড় আড়া-আড়ি,
অনাকারণে খুব তাড়া-তাড়ি,
ফেরাইনা বাড়ি, কেও তড়ি-ঘড়ি,
দেখায় না রাগ, মুখ করে ভারি।


নিজেকে নিয়েছি নিজেই গুছিয়ে,
কান্নার জল গিয়েছে শুকিয়ে,
সময়ের সাথে নিয়েছি মানিয়ে,
ভালো আছি বেশ, দিয়েছি জানিয়ে।