শিক্ষা!!!
কোথায় গেলে পাবো?
প্রকৃত শিক্ষা নিতে কোথায় যাবো?
শুধু শিক্ষা নিয়েই কী সফল হবো?
উপলব্ধি ছাড়া কি শিক্ষার স্বাদ পাবো?


শিক্ষা। সে তো শুধু জেনে নেওয়া।
শিক্ষাতেই কি যায় প্রকৃত মানুষ হওয়া?
বাস্তবতার সাথে শিক্ষার মিল পাওয়া,
শিক্ষা প্রয়োগে মানুষ হওয়া,
উপলব্ধি ছাড়া কি আর যায় পূর্ণতায় যাওয়া?


বাবার মর্যাদা কতটা, শিখেছে সবাই।
বাবা হওয়ার পরে কি যথেষ্ঠ মনে হয়েছে? শেখাটাই।
মায়ের মর্যাদা কারই বা জানা নাই।
জন্ম দেওয়ার পরে কি আর যথেষ্ঠ মনে হয়? জানাটাই।


প্রতিবেশীর হক, সদাচার, নম্র আচরণ,
ব্যবহার শিক্ষার যত প্রচলিত ব্যাকরণ।
এসব কি কোন কাজে এসেছে?
বদলাতে কি পেরেছে কোন আচরণ?
অকারণ... অকারণ... শিক্ষাটা অকারণ,
উপলব্ধিটাকে যতক্ষণ না করবে আত্মে ধারণ।


আচ্ছা শিক্ষাটাতো পাওয়া যায়, দেওয়া যায়,
কিন্তু উপলব্ধি?
ওটা কি পাওয়া যায়? কাওকে দেওয়া যায়?
না। ওটা পাওয়া যায় না।
কেও কাওকে দিতেও পারে না।
বই এর পাতায় খুজে পাবে না।
কোন আদর্শের মাঝে দেখবে না।
কোন চরিত্রের মাঝে না।
কোন প্রতিষ্ঠানেও না।


ওটাকে নিতে হয়। খুব একাগ্রে...
স্বযতনে, প্রাধান্য দিয়ে সর্বাগ্রে।


ওটার জন্য কেও কোন উপকারে আসবে না।
কেও কিছুটা পথ এগিয়ে দিবে না।
কারও অভিজ্ঞতা শিক্ষা দেবে, উপলব্ধি না।


একান্তে একান্ত কিছু সমালোচনাবোধ,
বদলে যাওয়ার হাসফাস করা প্রবোধ,
বদলে দেওয়ার কিছু অলোকসুন্দর সুবোধ,
জাগাতে পারে দুর্লভ অপরাধবোধ।


কেও নয়। কিছুই নয়।
শুধুমাত্র নিজেই শিক্ষক হতে হয়,
বিবেকের ভালোলাগার রক্ষক হতে হয়,
বার বার নিজেই দাড়াতে হয় কাঠগড়ায়,
হতে হয় ক্ষতবিক্ষত, বিবেকের জেরায়।


হতে হয় প্রতিটি রায়ের নিশ্বর্ত গ্রহিতা।
অপরাধের পুনরাবৃত্তি না করার সাহসিকতা,
দৃঢ় থেকে সুদৃঢ় করতে হয় মানসিকতা।


আর এভাবেই একটু একটু করে হয় প্রবৃদ্ধি,
তিলে তিলে বেড়ে ওঠে দুষ্প্রাপ্য সে উপলব্ধি।