নামাজে দাঁড়িয়ে মুখে শুধু শব্দ,
মন পড়ে থাকে দুনিয়ায়, আল্লাহ কয় ভণ্ড।
আল্লাহকে শুধু মুখে ডাকি, হৃদয় নই খাঁটি,
ইবাদত করতে গিয়ে সময়ের দেই ফাঁকি।
যখন আসে দানের তরে ডাক,
চিন্তা করি কে দেখছে কে দিলো হাক।
স্বচ্ছ নয় কাচেরর মতো অন্তর,
লোক দেখানো ইবাদত আর অভিনয়ে ভরপুর।
ফজরের নামাজে ঘুমে ঢলে পড়ি,
আযান শুনে মনে হয় - এখনো সময় বাকি।
কাজে যেতে ভুল হয় না ,সময় অফুরন্তে,
আল্লাহর বেলায় সময় থাকে না হস্তে।
রোজা রাখি মুখে, চোখে নেই পর্দা,
জিহ্বার পাপে গুনাহ হয় সর্বদা।
ঢেকে রাখি বাহির, অন্তর দিয়ে করি পাপ,
আল্লাহ শুধু হাসে ,দিতে চায় অভিশাপ।
আল্লাহ সব জানেন - হোক হৃদয়ের জয়,
লোকের নয়, শুধু চাই তার ভয় ।
হৃদয়ে যদি থাকে ভক্তির স্বাদ,
তবেই মিলবে জান্নাতের সেই অনুপম সাধ।