প্রেম ফুরালে, ভালোবাসাও ফুরায়,
আকাশ যেমন মেঘ হারালে শুকায়।
হৃদয় তখন নিঃশব্দে দেয় হাঁসি,
যেন ফুল ঝরে, রয়ে যায় বাসি।

ভালোলাগা কবে যে বিষাদ হয়,
যত্নগুলোই শেষে হয় অযথা ক্ষয়।
শুধুই স্মৃতি ফেরে ধুলোর প্রহরে,
যেখানে প্রেম ছিল, আজ বিষাদ হয়ে ঝরে।