পৃথিবীর কোনো কিছুই নয় চিরস্থায়ী,
আজ যে গাছ ছায়া দেয়, কাল সে মরে যায়,
যে নদী বুক ভরে তোলে, সে ও শুকায় ধীরে ধীরে,
যে আলোয় ভরে ওঠে সকাল,
সেই আলো ও একদিনে হয় সন্ধ্যার ছায়া।
মান, সম্মান, টাকা-পয়সা,
যেন শিশিরবিন্দু , সূর্যের মুখ দেখলেই উড়ে যায়।
জীবন যতই গভীর হোক,
তার বুকে সময়ের রেখা আঁকা থাকে,
যৌবনের তেজ ক্ষণিকের আলোড়ন,
স্বাস্থ্যের দৃঢ়তা এক তীব্র ভ্রম, থাকেনা চিরকালীন।
তবু মানুষ ভাবে, এটাই শেষ সত্য,
আজ যে সিংহাসনে বসে সে চিরদিনের রাজা,
যে এখন গরিব সে আজীবনের হতভাগা।
কেউ ভাবে সময় আজ আছে, তাই কালও থাকবে ,
কিন্তু সময় কারো নয়,
সে কেবল চলে,
স্মৃতিকে পেছনে ফেলে।
জীবনকে যদি চিরকাল মনে কর,
তবে মৃত্যুর কথা ভুলে যাও কেন?
যদি সবকিছু থাকবেই,
তবে শূন্যতার ভয় কেন বুকের গভীরে?
এখানে সবই যাত্রী,
থেকে যাবে শুধু ক্ষণিক কিছু স্মৃতি,
আর প্রকৃতির শীতল উদাসী চোখ।