আমার প্রিয় ব্যাক্তিত্ব তিনি
সব কিছুতেই ছিলেন যিনি গুনি,
উনিশ থেকেই লিখেন তিনি ছড়া
সব সময়ই সবার থেকে সেরা,
তাহার কথা শুনলেই লাগে কবি
রবিন্দ্রনাথ-নজরুলেরই ছবি,
চেয়েছিলাম উনার মতই হতে
বলবে লোকে একটি ছেলে শ'তে,
কিন্তু তা আর হলাম বল কই
তাহার ডাকা আজ আমি আর
সেই বাঙালি নই,
হইনি আমি তাহার মত
আমার জগৎ কালো,
তবু জ্বেলে যাই মনের ভিতর
তার ছড়ারই আলো,
ছোট্র বেলায় গল্প খেলায়
তাহার কথায় হাসি,
সেদিন থেকে আজ অবধি
থাকেই ভালবাসি,
আমার সকল মামার মধ্যে
সবচেয়ে যিনি জ্ঞানী,
আমার প্রিয় ব্যাক্তিত্ব তিনি
আবুল কালাম আজাদ মামা যিনি।


উৎসর্গ-  প্রয়াত ছড়াকার,কবি প্রিয় আবুল কালাম আজাদ মামাকে ♥
মহান আল্লাহ প্রিয় মামাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।