সুখে সুখে বড় হওয়া
সুখের সাথে আজহারের পরিচয়,
হঠাৎ করিয়া দুখ নেমে এলে
একি আর প্রানে সয়!


কত বছরের সংসার বাজানের
কষ্ট রাখিয়া ডাকি,
তবে কি সবে চালাকি করিয়া
দিয়ে গেলো তারে ফাকি?


কোনদিন কোন কারনে কেহ
করে নাই হানা-হানী,
তুচ্ছ বিষয়ে আজকে সবাই
করিতেছে কানা-কানী!


কথায় কথায় রেগে গিয়ে বাজান
মা'য়ের পানে তেড়ে,
দুষ না করিলেও রানু ও মিনুরে
অকারনেই মা'য়ে মারে!


এমন নিদান দেখিয়া আজহার
জ্বলে পুড়ে মরে হায়,
মিছে সুখের মায়ায় পড়ে
পরাণ বুঝি যায়।