তোর দুষ্ট-মিষ্টি খুনসুটি গুলো
আজও আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলে যায়,
অশ্রুকে সঙ্গী করা নয়ন দুটি
আড়াল থেকে অপলোকে তোকেই দেখে বেড়ায়।
যে চিঠিখানায় লিখেছিলাম তোকে নিয়ে মনের কথা,
ডাকপিয়ন যে অবাধে ফিরিয়ে দিলো তা
বোধহয় সে বোঝেনি আমার মনের ব্যাথা।
তোকে নিয়ে দেখা একেকটি স্বপ্ন
ফিকে হয়ে যাচ্ছে দিনদিন
বেলা অবেলায় তোকে ঘিরে লেখা
হাজারও গদ্য-কবিতা সুর হারাচ্ছে প্রতিদিন।
তোর খুব কাছে থেকেও পারিনি আমি,
পারিনি তোর মনে পৌছাতে, হৃদয় দখল করতে।
পানিতে ডুবে থাকা শালুক জানে
কতটা ডুবে আছি তোর প্রেমে,
মুক্ত আকাশে উড়ন্ত বাজ জানে
কতটা উড়ে বেড়াই তোর ভালোবাসায়।
তোকে ঘিরে থাকা বাতাস জানে
আমার শ্বাস প্রশ্বাসে শুধু তোরই সুর বাজে,
মুক্ত মঞ্চ আর আমার চারপাশ যেন
তোরই রঙে সাজে।
তবু আসবোনা কভু প্রেমের দাবি নিয়ে,
ডাকবোনা ভালোবাসার হরতাল,
আমি সে কথা হাসি মুখে মেনে নিতে রাজি,
আমি যে তোর যোগ্য নই।
যেখানেই যাবি তুই ছায়া হয়েই থাকবো তোর
যে স্বপ্ন দেখেছি,
যে আশা পুষেছি মনে,জানি হবেনা কখনও পূরণ
তবু আড়াল থেকেই ভালোবেসে যাবো
যতক্ষণ না হবে এ দেহের মরণ।