দুনিয়া এক আজব খেলাঘর ভাই
যার আছে তার বিনা শব্দে কাব্য রচে,যার নাই তার স্বপ্ন ছাই!
ধনীর দুয়ারে গরীবের অধিকার জুটেনা
ভুলে গেলে তুমি ভাই,
কার ঘাম পুড়িয়ে আজ তুমি রাজা সাজো
কৃষক,মজুর,জেলে নাকি কসাই?
তাদের হাতে পোশাক বানাও,গলায় পরো টাই
রাস্তায় কত মজুর খেটে মরে;পিঠেও যে ছাল নাই।
ধনীর দুয়ার তবে বন্ধ কেন
দিন মজুরের পেটে ভাত নাই,
ও ভাই দরজা খুলো
শ্রেণিতে ভিন্ন তবে,জাত ধর্মে সেও আমার ভাই।
যাদের হাতের কারু দিয়ে এ জগৎ সাজে
তাদেরকে উপেক্ষিত করে শান্তি আসবে কি সমাজে?
পাচঁ আনা প্রাপ্য তার তিন আনা দেও
দুই আনার ঘাম বৃথা ফেলো
তবুও আমার বিলাসিতা, রাজমহল গড়ে দাও।
গরীবের পেটে বুদ ফুটিয়ে
ভোজনে তাহার চিকেন কারি চাই
গুটিয়ে দে ধনীর রাজপ্রাসাদ
এ সম্রাজ্যে তোর কোনও অধিকার নাই।