মনে আছে সেই খেলাঘরটির কথা
ভাঙা বেড়ার আড়ালে রৌদ্রদের খুনসুটি
আকাশের নীলা ছাউনির তলে
কলাপাতার দেয়াল।
এক কুড়ি ছেলেমেয়ের দল
করিত হযবরল
গোল্লাছুট হরিলুট ওপেন্টি বায়স্কোপ কত রঙের খেলা
কাল সকালে যাবো মিলে রাজবাড়ীতে মেলা।
ঐ রাজ্য ছিল মোদের, মোরাই ছিলাম রাজা
কাল পুতুলের বিয়ে তারে নব বধু সাজা
মোরগ হবে কোরমা হবে কখন হবে রাত
লালপরী নীলপরি প্রজাপ্রতিদের দাওয়াত।
পশ্চিমে ডুবিল কিরণ
এখন বাড়ী না ফিরলে খেতে হবে মার
কাল আবার দেখা হবে পাঠশালা শেষে
সবাই এসো আম বাগানের ওপার।
সময়ের পালাবদলে, যৌবনের আগমনে
হারাইয়াছি কত খেলার সাথী
জীবনের সেরা সময়টুকু কীসের সাথে মাপি
পাবোনাতো ফিরে তাই,স্মৃতির পাতায় গাঁথি।