সূর্য উঠিলে প্রভাত,ডুবিলে রাত
অববাহিকায় মিশে নদীর প্রবল স্রোত
অবিশ্বাসের কম্পনে অনুভূতিরা মৃত লাশ
ক্ষুদার্ত জনপদ যৌবন ভেঙে লোপাট
তৃষ্ণিত শিশিরে মুখে ক্লান্তির ছাপ।
স্বর্থের মায়ায় নিঃস্ব হয়ে রয়
ঘরছাড়া করে নেতা,গলা বেচে খায়
জ্বলাময়ী উত্তপ্ত বাণী ছুড়ে
রাতারাতি আশ্রয়দাতা বনে যায়।
রঙ্গিন এ রঙ্গলীলায়,কত কি করিবে
স্বপ্ন দেখে বিভোর
নিদারুণ উচ্ছাসে গন্তব্য ভুলে যায়
কোথা থেকে এসেছি, মৃত্যুই যে শেষ বিদায়।