রাত জেগে ভাবনার অভয়ারণ্যে পাড়ি দেয়ার অভ্যাস মোর মোটেও ছিলো না
তবে তুই এলি বলে,
আমি নিথর রাতের প্রশান্ত প্রাঙ্গনে ভাবনার রাজ্যে প্রাতঃশ্বাস ছড়াই।
তবে আমি একা নই,আকাশের তারা,আধারের জোছনা, বাগানের ঝিঝি
অদৃশ্য তুমি,তোমাকে ছুতে চাই তাইতো
প্রেম সাগরের ডিঙি বাইতে খেয়া ঘাটে যাই।
নীতি আমার কাছে এখন শুধুই উপহাস
তোমাতে এসে আমার মন মানে না কোনো বাঁধা কোনো নীতি-নৈতিকতা
নিঝুম রাতের বিশাল আকাশ যেন তোমাতে এসে থমকে দাড়ায়
তোমার নামের জয়ধ্বনিতে মুখোরিত আমার শহরের পাড়ায় পাড়ায়।
ব্যাস,আর তো কটা প্রহরের অপেক্ষা
ঘুচে যাবে সব দূরত্ব, উঠবে নতুন সূর্যের ভোর
তুমি-আমি মিলে এক হয়ে হারাবো দুজনায়
জ্বলবো দোটানায়,যে জ্বালায় আত্মা জ্বলে মোহতে ভালোবাসায়।