ভেবেছিলেম স্মৃতি গুলো বেশ আলসে
বসন্তের হিমেল হাওয়ার সাথে তোমার
কিংবা তোমাকে চাওয়া আমার মনের ইচ্ছেগুলো
উড়িয়ে নিয়ে,কাশবনে লুকোয়।
নিঝুম রাতের আকাশে,নির্ঘূম চোখে যখন
তারাদের চোখে চোখ রাখি,তোমাকে খুজি
তারাগুলো বড্ড অহংকারী, যতই তোমাতে হাত বাড়াই
নক্ষত্রগুলো তোমায় নিয়ে করে লুকোচুরি।
তোমাকে নিয়ে যখন কবিতা লেখি, মনে হয়
এক লাইন কবিতার,একলাইন'ই ভুল
তবু ভাজ করা খামে,একমুঠো ফুল
সেই চেনা ষ্টেশনে তোমার অপেক্ষা, কত প্রতীক্ষা
অবশেষে ঘুম ভাঙে,মনে পড়ে
তোমার সাথে নেই কোনো স্মৃতি, তুমি শুধুই ভাবনার অভয়ারণ্য।
উল্টো পথে চলতে চলতে তোমাকে দেখি,নীলাম্বরী সাজে
তুমি বসে আছো নীলে,বড্ড বেশি অভিমানী
তোমার চাহনি,শিশির ভেজা ভোরে ঝলমলে আলো ছড়ায়
সুভাসের মোহতে ছড়িয়ে পড়া গোলাপের কলি তুমি
ভালোবাসার ছলে বয়ে যাওয়া সুরিয়া নদী তুমি।
অবাক হতেই পারো কি করে ভাবনার আসর তুলি,
এতো দূরে থেকে কিভাবে তোমায় চিনি
অপূর্ণতায় একমাত্র অর্জন হয়ে,আমার হবে কি তুমি?