আমি নিরব কবি দেখছি সবি তোমাদের যত কূকর্ম
লিখছে কলম সত্যদ্বারে করে দেবে সব বর্ণনা
গোটা ইলিশ গিলো তবে বাঁধলে কাটা সর্বনাশ
সনদের কাছে বিক্রি হয়ে করছে শুধু বন্দনা
শিক্ষার দর্পনে চাকরি আছে দীক্ষা খুজে পাবেনা।
জ্বলছে আগুন এসেছে ফাগুন কৃষ্ণচূড়ার রং মেখে
ঘুসের রাজ্যে প্রাসাদ গড়েছে ভাষন দিয়ে সম্মুখে
আশ্বাসে প্রশ্বাসে নেতা ঠকিয়ে গেছে আনমনে
জাগরে তরুন তপ্ত অরুন উঠরে জেগে স্লোগানে
অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠো মৃত্যু যদিও ডাকপাড়ে।
গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দাও শ্রমিক-মজুরে
জাগলে কৃষাণ পালাবে কোথায় ভাবো একবার ঢোকগিলে
ধরেছি কলম শক্ত করে জাগিয়ে তুলতে আজ ভোরে
প্রতিবাদে উঠবো জেগে, প্রতিজ্ঞা হোক মুষ্টি হাতে।