এই রাস্তার আলোতে
আবৃত হয় শত সহস্র কবিতা
নির্বিকার,কনকনে গভীর রাতে
জীবনের মহাকাব্য রচনা করে কত রচয়িতা।
হলদে আলো স্বপ্ন দেখায়
জীবন নামক সংগ্রামে যুদ্ধ শেখায়।
মতি মিয়া স্বপ্ন দেখে
বড় হবে তার খোকা,
ঘরেতে চাল নেই,আলো নিভে-জ্বলে
কুলি হয়ে রাজার স্বপ্ন দেখি
আমি যে বড্ড বোকা।
দিনভর কাগজ টোকাই আর রাতে শিক্ষাদান
ল্যাম্প পোস্টের হলদেটে আলোয় চলে
শত খোকার স্বপ্নের সন্ধান।
দিনের আলোয় পড়তে বারন
আমি যে মজুরের সন্তান,
ল্যাম্প পোস্টের আলোয় বাচতে শিখি
স্বপ্ন গুলো যে বড্ড বেমানান।।।